ডিজিটাল ক্যাম্পাস দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার এবং বার্ষিক মিলাদ মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ৪ ও ৫ মার্চ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আশুক আহমদের সভাপতিত্বে উভয়দিনের অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আজির উদ্দিন, চেয়ারম্যান দক্ষিণভাগ ইউনিয়ন। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন জনাব শাখাওয়াৎ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বড়লেখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দীপক রঞ্জন দাস, প্রধান শিক্ষক দাসের বাজার উচ্চ বিদ্যালয়, জনাব বেলাল উদ্দিন প্রধান শিক্ষক হাজী সামছুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়, জনাব শাহ আলম সহকারী প্রধান শিক্ষক মনোহর আলী ও এম সাইফুর রহমান উচ্চ বিদ্যালয়সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বার্ষিক খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ২০২২ শিক্ষাবর্ষের বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক এবং একজন বর্ষ সেরা ছাত্র ও একজন বর্ষসেরা ছাত্রী পুরষ্কার দেওয়া হয়।
উক্ত মাহফিলের অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জনাব হাওলাদার আজিজুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বড়লেখা, বিশেষ অতিথি জনাব এফ এইচ এম ইউসুফ আলী, অধ্যক্ষ পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল মাদরাসা, জনাব শাখাওয়াৎ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বড়লেখা, জনাব আতাউর রহমান, প্রধান শিক্ষক দক্ষিণ ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনাব আমির উদ্দিন, জনাব বদরুল ইসলাম, জনাব ফয়ছল বিন মুমিত, জনাব এমদাদুল হক, জনাব ফাহিমা বেগম, জনাব জহিরুল ইসলাম, জনাব আবুল হাসান তাফাদার সাজু, জনাব নজমুল ইসলাম প্রমুখ।
মুনাজাত শেষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শিরনী বিতরণের মাধ্যমে দু’দিন ব্যাপী অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ভাবে সমাপ্ত হয়।
দক্ষিভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল (এনসিএম) উচ্চ বিদ্যালয়
দক্ষিণভাগ, বড়লেখা, মৌলভীবাজার।
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবাঃ 01309129529
ই-মেইল: dbncmhs58@gmail.com
ওয়েব: www.ncmhs.edu.bd